খবর অনলাইনডেস্ক: আগামী ৪৮ ঘণ্টার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পদধ্বনির একটা আভাস পাওয়া যেতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক মাপকাঠিতে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে স্বাভাবিকের থেকে তিন-চার ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি থাকছে। অথচ স্বাভাবিক নিয়মে এখন ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। এই পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টা থেকে বদলে যেতে পারে বলে আশা করা যায়।
উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা এসেছে। এর ফলে কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উঁচু এলাকাগুলিতে তুষারপাত হতে পারে। ঝঞ্ঝাটি কেটে গেলে শীতল উত্তুরে হাওয়ার জোর বাড়বে বলে আশা করা যায়। দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে সেই হাওয়া প্রবেশ করলে ভোরের তাপমাত্রা কমবে।
আশা করা যায়, চলতি মরশুমে এই প্রথম বার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে। অন্য দিকে, রাঢ়বঙ্গের অঞ্চলে পারদ নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এ দিকে, ওই পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি নামাতে পারে। আগামী তিন-চার দিন মাঝেমধ্যেই এই ধরনের বৃষ্টি হতে পারে। সিকিমের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।