Home খবর রাজ্য এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন CISF-এর প্রথম মহিলা গীতা সামোটা

এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন CISF-এর প্রথম মহিলা গীতা সামোটা

0
গীতা সামোটা

ইতিহাস গড়লেন আধা সামরিক বাহিনী সিআইএসএফের মহিলা সাব ইনস্পেকটর গীতা সামোটা। সিআইএসএফের প্রথম মহিলা সদস্য হিসাবে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।

গত ১৯ মে গীতা সামোটা শৃঙ্গ জয় করেন। রাজস্থানের শিকর জেলার চাক গ্রামের বাসিন্দা গীতা। ৪ বোনের সংসারে জন্ম হওয়া গীতা ছোটোবেলা থেকেই মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই শুনে বড়ো হয়েছেন। খেলাধুলোয় বরাবরই পারদর্শী ছিলেন গীতা। গ্রামের স্কুল পাঠ শেষ করে কলেজে ভর্তি হন। কলেজে হকি খেলার জন্য পরিচিত ছিলেন। পায়ে আঘাত লেগে হকি খেলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তবে মানসিক ভাবে ভেঙে পড়েননি গীতা। অদম্য জেদ ও চেষ্টার জোরে আধা সামরিক বাহিনীতে যোগদানের সুযোগ পান গীতা।

২০১১ সালে সিআইএসএফে যোগ দেন তিনি। ২০১৫ সালে উত্তরাখণ্ডের আউলিতে ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ বাহিনীতে পর্বতারোহণের কোর্স করেন গীতা। ২০১৭ সালে অ্যাডভান্সড কোর্স করেন। ২০১৯ সালে তিনি সেন্ট্রাল আর্মড পুলিশ বাহিনীর একমাত্র মহিলা সদস্য যিনি উত্তরাখণ্ডর মাউন্ট সাতোপন্থ ও নেপালের মাউন্ট লোবুচে শৃঙ্গ জয় করেন। ২০২১ ও ২০২২ সালের মধ্যে তিনি সেভেন সামিটসের মধ্যে ৪ শৃঙ্গ, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াৎজকু, রাশিয়ার মাউন্ট এলব্রুশ, তাঞ্জানিয়ার মাউন্ট কিলিমাঞ্জেরো ও আর্জেন্টিনার মাউন্ট আকোনকাগুয়া শৃঙ্গ জয় করেন। তিনিই প্রথম মহিলা যিনি খুব কম সময়ের মধ্যে লাদাখের রুপশু অঞ্চলের ৫টি শৃঙ্গ জয় করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version