প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হবে। তবে কোথায় কখন বৃষ্টি নামবে, তা নির্ভর করছে তাৎক্ষণিক আবহাওয়ার পরিস্থিতির উপর। তাই বাড়ি থেকে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গে সতর্কতা
উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স লাগোয়া পাঁচটি জেলায় ২৪ মে-তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি দিনগুলোতেও এই অঞ্চলে ধারাবাহিকভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢল ও নদীর জলস্ফীতি ঘটতে পারে বলে প্রশাসনের নজরদারি বাড়ানো হচ্ছে।
দক্ষিণবঙ্গেও প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের কোনো জেলায় এখনো অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে প্রতিদিনই বিক্ষিপ্ত বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও প্রতিদিন কিছুটা বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিত
আবহাওয়াবিদদের মতে, ২৭ মে নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি যদি শক্তি সঞ্চয় করে এবং দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসে, তাহলে মে মাসের শেষ ক’দিন ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এই মুহূর্তে সেটি কতটা প্রভাব ফেলবে তা বলা যাচ্ছে না।
তাপমাত্রা স্বস্তির দিকেই
গরমের দাপট তুলনামূলকভাবে কম থাকবে বলে পূর্বাভাস। কলকাতা, পার্শ্ববর্তী এলাকা এবং উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির বেশি উঠবে না বলেই মনে করা হচ্ছে।