Home খবর রাজ্য দুর্গাপুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, বাড়ল অবসরকালীন ভাতা

দুর্গাপুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, বাড়ল অবসরকালীন ভাতা

দুর্গাপুজোর মুখে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের জন্য সুখবর। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরের পর সিভিক ভলান্টিয়াররা এককালীন ৫ লক্ষ টাকা ভাতা পাবেন। এই ঘোষণা বৃহস্পতিবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আগে এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা, যা একলাফে ২ লক্ষ টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অবসরকালীন টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়ে আগে থেকেই আবেদন জমা পড়েছিল। সেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ভাবনা-চিন্তা চলছিল, এবং অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই বর্ধিত সুবিধা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই টার্মিনাল বেনিফিট পাওয়ার যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সেই অনুযায়ী নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই নতুন ঘোষণা আসে এমন সময়ে যখন সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস ১৩ শতাংশ বাড়ানো হয়েছিল। আগে যেখানে সিভিক ভলান্টিয়াররা ৫,৩০০ টাকা বোনাস পেতেন, এখন তা বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়েছে। তবে এই বোনাস বৃদ্ধির পরেই অবসরের সময় এককালীন ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের জন্য এক বড় সুখবর।

তবে এই সুখবরের মধ্যেই আর জি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের প্রসঙ্গ উঠে এসেছে। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ গত কয়েক বছরে উঠে এসেছে, যা নিয়ে চলতি সময়ে আলোচনা চলছে। 

সিভিক ভলান্টিয়ারদের তাদের কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়াতে এই বোনাস বৃদ্ধি বলেই মনে নবান্নের একাংশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version