আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার সরাসরি পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার ওই নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে মমতা বলেন, ‘‘পুলিশ যদি রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারে, তবে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, এই ঘটনায় ফাস্টট্র্যাক আদালতে দোষীদের ফাঁসির শাস্তি চাওয়া উচিত। এদিনও সেই দাবিতে অনড় থাকেন তিনি। তিনি বলেন, ‘‘আমার মনে হয়েছে, আমি নিজের পরিবারের কাউকে হারিয়েছি। পুলিশ তদন্ত করছে, কিন্তু মানুষের সন্তুষ্টির জন্য প্রয়োজন হলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে।’’
নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলার পরে মমতা বলেন, ‘‘সিবিআইয়ের সাফল্যের হার কম, যেমন রবীন্দ্রনাথের নোবেল চুরি মামলাও এখনও অমীমাংসিত। তবে মানুষের সন্তুষ্টির জন্যই আমরা সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দিতে প্রস্তুত।’’
চাপের মুখে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ
পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে এবং তাঁকে জিজ্ঞাসবাদ করে তদন্ত শুরু চলছে। কেউ কেউ দাবি করছেন, একজন নয় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এই ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের দাবি সঙ্গত, এবং এই অপরাধের কোনও ক্ষমা নেই। হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে।