কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার সকালে বুকে ব্যথা নিয়ে পিজিতে ভর্তি হয়েছেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল আছেন তিনি।
জানা গিয়েছে, আচমকা সূর্যবাবুর বুকে ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত চেকআপের জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ২০২১ সালের ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সূর্যবাবু। সেসময় তাঁকে হোম আইসোলেশনে থাকতে হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি হয়নি সেবার। কিন্তু এ বার হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন তিনি।
বিস্তারিত আসছে…