Home খবর রাজ্য ছাত্রমৃত্যুতে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়! ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র ক্যাম্পাস

ছাত্রমৃত্যুতে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়! ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র ক্যাম্পাস

0
উত্তাল যাদবপুর। ছবি: রাজীব বসু

কলকাতা: বুধবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম অশান্তি। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন একাধিক বাম ছাত্র সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমর্থকরা।

যাদবপুরের মেন হস্টেলে পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল গোটা রাজ্য। এ দিন দফায় দফায় ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখায় যাদবপুর ক্যাম্পাসে। বিকেল এইট বি বাসস্ট্যান্ডে জমায়েত করে প্রতিবাদ সভা শুরু করেন টিএমসিপির সদস্যরা। ঘটনায় প্রকাশ, অরবিন্দ ভবনের সামনে টিএমসিপি-র সঙ্গে ডিএসও-এসএফআইয়ের প্রথমে বচসা, পরবর্তীতে হাতাহাতি বাঁধে।

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, ডেপুটেশন দিতে বাধা দেয় ডিএসও এবং এসএফআই। তাদের হামলায় টিএমসিপির একাধিক কর্মী গুরুতর আহত। এমনকী মহিলা সমর্থকদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল ছাত্র সংগঠনের।

অন্য দিকে, এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে বাম ছাত্র সংগঠনগুলি। ডিএসও-র দাবি, পরিকল্পিত ভাবে বহিরাগতদের নিয়ে ঢুকেছিল টিএমসিপি। ক্যাম্পাসের ভিতরে তারাই অশান্তি পাকানোর চেষ্টা করে। এমনকী, বাম ছাত্র সংগঠনের বেশ কয়েক জনও অসুস্থ হয়ে পড়েন বলে দাবি।

জানা গিয়েছে, র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস-সহ আরও বেশ কিছু দাবিতে অরবিন্দ ভবনের সামনে সকাল থেকে জিবি মিটিং করছিলেন এআইডিএসওর নেতৃত্বে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। দীর্ঘক্ষণ ধরে এই মিটিং চলার সময়েই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হন কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়ার জন্য। তখনই বাঁধে এই ধন্ধুমার কাণ্ড!

আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সূর্যকান্ত মিশ্র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version