খবর অনলাইনডেস্ক: দু’দিন আগে বঙ্গোপসাগরে যখন একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, অনেকেই অতি ভারী বৃষ্টির ভ্রূকুটি দেখছিলেন। কিন্তু নিম্নচাপটি দ্রুত দুর্বল হয়ে যাওয়ায় সেই আশঙ্কা আর নেই। তবে আপাতত রোজই দুপুরের দিকে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
গত তিন দিন ধরে রোজই দুপুরের পর ঝড়বৃষ্টি হচ্ছে। গরমকালের কালবৈশাখীর সঙ্গে এর খুব একটা পার্থক্য নেই। দিনের বেলার গরমের পর বিকেল অথবা সন্ধ্যার দিকে যখন ঝড় উঠছে, এক নিমেষে সেই গরম কমে যাচ্ছে। তারপর ঘণ্টাখানেকের তেড়ে বৃষ্টি হচ্ছে। তারপর সব শান্ত।
আপাতত আগামী কয়েকদিন এই রকম আবহাওয়াই থাকতে চলছে দক্ষিণবঙ্গে। দুর্যোগ ডেকে আনার মতো বৃষ্টির আশঙ্কা নেই। তবে রোজই এমন ঝড়বৃষ্টি হতে পারে। বর্ষা বিদায়ের সময়ে এই ধরনের ঝড়বৃষ্টি খুব স্বাভাবিক একটা ব্যাপার।
মনে করা হচ্ছে, আগামী ১২-১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। তার আগে রোজই অল্পস্বল্প ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পুজোর মধ্যে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টির আশঙ্কা নেই।