Home রাজ্য দার্জিলিং দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের...

দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

দার্জিলিঙে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। মিরিকের লোহার সেতু ভেঙে ১৩ জনের মৃত্যু, রোহিণী রোড-সহ একাধিক রাস্তা বন্ধ। পর্যটকদের জন্য জিটিএ-র বিশেষ নির্দেশিকা জারি।

Darjeeling landslide

দার্জিলিঙে এক রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়। মিরিক ও সুখিয়া এলাকায় ধস এবং সেতু ভেঙে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাতভর বৃষ্টিতে মিরিকের লোহার সেতু ভেঙে পড়েছে, সেখানে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুখিয়ায় মৃত্যু হয়েছে চার জনের। দুর্যোগের জেরে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিস্তার জল বিপদসীমা ছাড়িয়ে জাতীয় সড়কে উঠে এসেছে।
তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল বইছে সড়কের উপর দিয়ে। ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ।

যাতায়াত সম্পূর্ণ বিপর্যস্ত

  • রোহিণী রোড, যা দার্জিলিঙে ওঠার অন্যতম প্রধান রাস্তা, সেখানে ধস নেমে রাস্তার একাংশ ভেঙে নদীতে পড়েছে।
  • দিলারাম ও সুখিয়া এলাকার রাস্তা বন্ধ, ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন।
  • দার্জিলিঙের দিকেও যাতায়াত বন্ধ, যা খুবই বিরল ঘটনা।

মিরিক থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) জানিয়েছেন,

“মিরিকে মৃতদেহ উদ্ধার চলছে। আবহাওয়ার কারণে উদ্ধারকাজে প্রচণ্ড সমস্যা হচ্ছে। আটকে পড়া পর্যটক ও বাসিন্দাদের নিরাপদে বার করার চেষ্টা চলছে।”

পর্যটকদের জন্য সতর্কতা ও নির্দেশিকা

জিটিএ (Gorkhaland Territorial Administration) রবিবার সকালে দুর্যোগ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে।

  • আপাতত টাইগার হিলরক গার্ডেন বন্ধ রাখা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে।
  • পর্যটকদের পাহাড়ি রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
  • আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন বুকিং স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে হোটেল মালিকদের।
  • পর্যটকদের বলা হয়েছে স্থানীয় প্রশাসনের আপডেট অনুসরণ করতে এবং বিপদসীমা পার নদীর ধার ঘেঁষে না যেতে।

 প্রকৃতির বিপর্যয়ে বন্যপ্রাণীরাও দিশাহারা

জলবন্দি পরিস্থিতিতে জঙ্গল থেকে বেরিয়ে আসছে বন্যপ্রাণী। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে দু’টি হরিণ। পাহাড়ের একাধিক নদী এখন বিপদসীমার উপর দিয়ে বইছে।

 পর্যটকদের জন্য জরুরি তথ্য:

  • দার্জিলিং, মিরিক, কালিম্পং ও সিকিমগামী রাস্তায় আপাতত যাত্রা স্থগিত রাখুন।
  • রেল পরিষেবা ও বিমান পরিষেবা স্বাভাবিক আছে, তবে গন্তব্যে যাওয়ার আগে সর্বশেষ আপডেট দেখে নিন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস: আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে আরও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version