Home রাজ্য শিলিগুড়ি উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

NF Railway

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও জলস্ফীতির কারণে রেললাইন জলের তলায় চলে যাওয়ায় ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে। এই পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো এবং সংক্ষিপ্ত রুটে থামানো (short-termination) করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (N.F. Railway)। পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ বাস সার্ভিসও চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

রবিবার, ৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রেস রিলিজে চিফ পাবলিক রিলেশনস অফিসার কপিঞ্জল কিশোর শর্মা জানান, জল জমে থাকায় ও রেললাইন দিয়ে জল প্রবাহিত হওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত। নিরাপত্তার স্বার্থে নিচের পরিবর্তনগুলি কার্যকর করা হয়েছে।

ঘুরপথে চালানো ট্রেন (Diversion of Trains):

  • ১৩১৪৯ সিলদা–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা ৪ অক্টোবর যাত্রা শুরু করেছে, ঘুরপথে চালানো হবে।
  • ১৫৪৮৩ আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, ৫ অক্টোবর থেকে যাত্রা শুরু করা ট্রেনটিও ঘুরপথে চলবে।
  • ১৯৩০৬ কামাখ্যা–ডঃ আম্বেদকর নগর এক্সপ্রেস, ৫ অক্টোবরের ট্রিপ থেকেও ঘুরপথে পরিচালিত হবে।

বাতিল ট্রেন (Cancellation of Trains on ৫ অক্টোবর ২০২৫):

১৫৭৭৭/১৫৭৭৮ নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার–নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট স্পেশাল
৭৫৭৪২ ধুবরি–শিলিগুড়ি জংশন ডেমু
১৫৪৬৭ শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেস

সংক্ষিপ্ত রুটে থামানো ট্রেন (Short Termination of Trains):

১৫৭৬৮ আলিপুরদুয়ার–শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, আজকের যাত্রা বিননাগি পর্যন্তই চলবে।
৭৫৭৪১ শিলিগুড়ি–ধুবরি ডেমু, ৫ অক্টোবরের যাত্রা গুলমা পর্যন্ত চলবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি অঞ্চলে জলস্ফীতি না কমা পর্যন্ত পরিষেবা সীমিত রাখা হবে।
যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, যাত্রার আগে ট্রেনের বর্তমান অবস্থান ও চলাচল সংক্রান্ত তথ্য @RailNF টুইটার হ্যান্ডেল বা এনএফ রেলের অফিসিয়াল ফেসবুক পেজে দেখে নিতে।

বিশেষ বাস পরিষেবা

রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে তিনটি স্পেশাল বাস চালাবে এনবিএসটিসি। যার মধ্যে তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়বে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করা যাবে। এছাড়াও বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় আরও একটি করে বাস চালানো হবে বলে জানানো হয়েছে। বাসের টিকিট স্ট্যান্ড থেকেই পাওয়া যাবে। যাত্রীদের কথা মাথায় রেখে প্রয়োজনে শিলিগুড়ি-কলকাতা রুটে আরও বাস চালানো হবে বলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জানিয়েছে।

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version