দার্জিলিং: নিজেদের ন্যায্য ২০ শতাংশ বোনাস এবং দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটের পরিকল্পনা ঘোষণা করেছেন পাহাড়ের পাদদেশে অবস্থিত লংভিউ চা-বাগানের শ্রমিকরা। যদি তাঁদের এই দাবিগুলি পূরণ না হয়, তবে ধর্মঘট আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
নাগরিক মঞ্চ ও সৃষ্টি নামে দুটি সংগঠন শ্রমিকদের এই আন্দোলনে যোগ দিয়েছে। সবমিলিয়ে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের উপর চাপ ক্রমশ বাড়ছে। গত ২১ দিন ধরে পর্যায়ক্রমে অনশন ধর্মঘট পালন করে আসছেন এই চা-বাগানের শ্রমিকরা। একাধিক ভাবে তাঁরা নিজেদের অনাদায়ী বোনাস, বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছেন।
জানা গিয়েছে, ১৬ অক্টোবর থেকে বাগানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কারণ কর্তৃপক্ষ আচমকা বাগানটি বন্ধ করে চলে গেছেন। রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সাল থেকে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ১৬.২ কোটি টাকা এবং বেতন ও অন্যান্য সুবিধা-সহ প্রায় ২ কোটি টাকা শ্রমিকদের প্রাপ্য রয়েছে।
দীর্ঘ দিন ধরে প্রাপ্য টাকা না মেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাঁরা রিলে ধর্মঘট থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছেন।
সরকারি সূত্রে খবর, এই চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় শ্রম দফতর আগামী ৬ নভেম্বর কলকাতায় একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছে। সেখানে এই বোনাসের বাকি থাকা ৪ শতাংশ মেটানোর বিষয়ে আলোচনা হবে। এর আগেও দফতর পুজোর আগে বাগানের মালিকদের ১৬ শতাংশ বোনাস মেটানোর পরামর্শ দিয়েছিল।
শ্রমিকরা বর্তমানে ট্রেড ইউনিয়নের সমর্থনে একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছেন, যাতে তাঁদের দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট সমস্ত মহলে চাপ সৃষ্টি করা যায়।