Home ভ্রমণ ভ্রমণের খবর দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

দুর্গাপুজোর ছুটিতে সৈকত নগরী দীঘা এবং মন্দারমণিতে পর্যটকদের ভিড় জমছে। আগাম বুকিংয়ের চাহিদা ইতিমধ্যেই লক্ষ করা যাচ্ছে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে পূর্ণোদমে হোটেল বুকিং শুরু হবে। ইতিমধ্যেই পর্যটকদের সাড়া মন্দারমণি এবং দীঘা, উভয় স্থানেই নজর কাড়ার মতো।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি) মহালয়ার সময় থেকে দিঘা-কলকাতা রুটে অতিরিক্ত বাস চালু করবে। দীঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন, পুজোর সময়ে পর্যটকদের সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়িয়ে ৫৫ থেকে ৬০টি করা হবে। লক্ষ্মীপুজো পর্যন্ত চলবে এই পরিষেবা।

পর্যটকদের যাতায়াত এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন এবং পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সি-বিচে পর্যটকদের সুরক্ষার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। রাতে টহল দিচ্ছে উইনার্স টিম এবং পুলিশ আধিকারিকরাও পর্যটন কেন্দ্র পরিদর্শন করছেন।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জানায়, এবছর পুজোর বুকিং নিয়ে আশা যথেষ্ট উঁচুতে। বিপ্রদাস চক্রবর্তী এবং অশোক চন্দ উভয়েই জানালেন, ২৫ সেপ্টেম্বরের পর থেকে বুকিংয়ের সংখ্যা আরও বাড়বে, এবং তারা এই পুজো মরশুমে ভালো ব্যবসার আশাবাদী।

দীঘার হোটেল এবং পরিবহণ ব্যবস্থা পর্যটকদের সাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এ বছর পুজোর মরশুমে পর্যটকদের ঢল নামবে বলে সকলেই আশাবাদী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version