ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে চলছে কি না, তা পর্যালোচনা করতে চার দিনের সফরে বাংলায় পৌঁছল নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তিন দিনে রাজ্যের পাঁচটি জেলায় যাবেন প্রতিনিধিদলের সদস্যরা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পর্যালোচনা করবেন চলতি সংশোধন প্রক্রিয়া।
এই প্রতিনিধিদলে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের প্রিন্সিপাল সচিব এসবি জোশী, প্রিন্সিপাল সচিব মলয় মল্লিক এবং ডেপুটি সচিব অভিনব আগরওয়াল। সফরের শুরুতেই মঙ্গলবার কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক (DEO) ও নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ERO)-দের সঙ্গে বৈঠক করেন তাঁরা। একই দিন বিকেলে দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক।
বুধবার প্রতিনিধিদল যাবে নদিয়া ও মুর্শিদাবাদে—সকালে নদিয়ার ডিইও ও ইআরও-দের সঙ্গে এবং বিকেলে মুর্শিদাবাদের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক হবে। বৃহস্পতিবার এই বৈঠক হবে মালদহ জেলায়। প্রতিটি জেলার প্রশাসনিক প্রস্তুতি, BLO-দের কাজের অগ্রগতি, ভেরিফিকেশন, অভিযোগ গ্রহণ ও সমাধানের পদ্ধতি—সবকিছুই খতিয়ে দেখবেন কমিশনের আধিকারিকরা।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া জোরকদমে চলছে। তার মধ্যে নির্বাচন কমিশনের এই সরেজমিন পরিদর্শন রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রশাসনিক ক্ষেত্রেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভোটার ছবিতে এআই যাচাই: বাড়ি বাড়ি গিয়ে অ্যাপে ছবি তুলবেন বিএলওরা, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
