কলকাতা: জুনিয়র ডাক্তারদের চলমান আন্দোলনে এবার বিশিষ্ট বিজ্ঞানীরা সমর্থন জানালেন। ২৪৭ জন স্বনামধন্য বিজ্ঞানী মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে জুনিয়র চিকিৎসকদের দাবি সমর্থন করেছেন এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
বিজ্ঞানীদের চিঠিতে জানানো হয়েছে, সরকারের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে সাধারণ মানুষ ভীত হয়ে পড়ছেন। অভিযোগ জানানো জন্য তৈরি সংস্থার আধিকারিকরাই দুর্নীতিতে জড়িয়ে থাকায় মানুষের মধ্যে আস্থা কমে গেছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে বিজ্ঞানীরা বলেন, “সমাজের বিভিন্ন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। ডাক্তারদের আন্দোলন সরকারের ওপর চাপ রাখতে সহায়ক।”
বিশিষ্ট বিজ্ঞানী পার্থ মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, “অভিযোগ জানাতে গেলে দেখা যাচ্ছে, অভিযোগ নেওয়া হচ্ছে না। সমাজ একটি অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে। ডাক্তাররা দুর্নীতি মুক্ত সমাজের দাবি করছেন, এটা অত্যন্ত জরুরি।”
বর্তমানে ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন পুজোর সময় আরও তীব্র হয়ে উঠেছে। নাগরিক মহলে আন্দোলনের ঢেউ উঠছে, চলছে মিছিল এবং উঠছে স্লোগান। বিশিষ্ট বিজ্ঞানীদের সমর্থনে জুনিয়র ডাক্তারদের মনোবল বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই।
এখন দেখার বিষয়, বিজ্ঞানীদের এই সমর্থন আন্দোলনের গতি পরিবর্তনে কতটা ভূমিকা রাখবে এবং প্রশাসন কিভাবে এই সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসে।