নিত্যযাত্রীদের জন্য বড় খবর। ভিড় সামলাতে এবার ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চালু হচ্ছে অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। প্রতিদিন সকালে ‘বাদুরঝোড়া’ ভিড় সামলে গন্তব্যে পৌঁছতে নাজেহাল যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল, এমনটাই রেল সূত্রে খবর।
নতুন ট্রেনগুলির সময়সূচি অনুযায়ী—
- সোনারপুর থেকে ডায়মন্ড হারবার লোকাল: ভোর ৫টায় ছাড়বে, গন্তব্যে পৌঁছবে সকাল ৬টা ৫ মিনিটে।
- ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ লোকাল: সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে, পৌঁছবে ৭টা ৫৬ মিনিটে।
- বারাসত থেকে বসিরহাট লোকাল: সকাল ৬টা ২৫ মিনিটে ছাড়বে, পৌঁছবে ৭টা ৩০ মিনিটে।
- বসিরহাট থেকে বারাসত: সকাল ৭টা ৩৫ মিনিটে ছাড়বে, সময়মতো পৌঁছবে গন্তব্যে।
এছাড়াও, একটি পুরনো ট্রেনের সময়ও বদলানো হয়েছে।
৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল আগে ছাড়ত ভোর ৪টা ৫০-এ। এখন সেটি ১০ মিনিট আগে অর্থাৎ ৪টা ৪০ মিনিটে ছাড়বে। এর ফলে ডায়মন্ড হারবারে পৌঁছাবে সকাল ৫টা ৪৫ মিনিটে, যা আগে ছিল ৫টা ৫৫ মিনিট।
আরও পড়ুন: মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু
রেল সূত্র জানাচ্ছে, প্রতিদিন যাত্রীসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিত্যযাত্রীদের চাপ বেশি সকাল ও সন্ধ্যায়। সেই কারণেই প্রাথমিক পর্যায়ে এই অতিরিক্ত ট্রেন চালু করা হচ্ছে। যাত্রী প্রতিক্রিয়া বিবেচনায় ভবিষ্যতে আরও ট্রেন বাড়ানো হতে পারে।
নিত্যযাত্রীদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, “যে রকম ভিড় বাড়ছে, তাতে আরও বেশি ট্রেন প্রয়োজন। কমপক্ষে অফিস টাইমে ১০ মিনিট অন্তর ট্রেন দরকার।”
রেলের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি মিলবে বলেই আশাবাদী যাত্রীরা।