কলকাতা: আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে আইসিইউ-তে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বুদ্ধদেববাবু। গত কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ছিল তাঁর। সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে যায়, সঙ্গে শ্বাসকষ্ট। তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়।
এ দিন সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বিকেলে। বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য পৌঁছনোর আগে পৌঁছে যান তাঁর স্ত্রী ও মেয়ে। তাঁদের সঙ্গে কথা বলেই করা হবে যাবতীয় চিকিৎসা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “গত কয়েকদিন ধরেই ওঁর শরীর খানিক অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।”
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। ফলে শারীরিক অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে ইতিমধ্যেই সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমে রয়েছেন পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। রয়েছেন মেডিসিনের চিকিৎসকেরাও।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আপডেট দেখুন এখানে: খবরঅনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us