Home প্রযুক্তি ব্লুটুথ ব্যবহার করে কেউ কি আপনার উপর নজর রাখছে, জানুন এই সহজ...

ব্লুটুথ ব্যবহার করে কেউ কি আপনার উপর নজর রাখছে, জানুন এই সহজ উপায়ে

0

অ্যান্ড্রয়েড ৬.০+ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে মোবাইল ফোনের জন্য একটি চমকপ্রদ ফিচার চালু করেছে গুগল। সেটা হল আননোন ট্র্যাকার অ্যালার্ট ফিচার (Unknown Tracker Alert Feature)।

কী এই আননোন ট্র্যাকার অ্যালার্ট ফিচার?

এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে অবাঞ্ছিত ট্র্যাকিং সম্পর্কে ব্যবহারকারীকে শানাক্ত করতে এবং সতর্ক করতে পারে।

বলে রাখা ভালো, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন এই পরিষেবাটি অ্যান্ড্রয়েড ৬.০ এবং তার উপরের সংস্করণগুলির কার্যকর। কোনো স্মার্টফোনে একটি অজানা ব্লুটুথ ট্র্যাকার ইনস্টল করা হয়েছে কি না, সেটাই নির্ধারণ করে দেয় এই ফিচারটি।

গুগলের মতে, ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই ফিচারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে, ব্যবহারকারীরা অজানা ব্লুটুথ ট্র্যাকারগুলি চিহ্নিত বা খুঁজে বের করতে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম হবেন।

কী ভাবে কাজ করে আননোন ট্র্যাকার অ্যালার্ট ফিচার

*ডিভাইসে অজানা ট্র্যাকার থাকলে তা স্বয়ংক্রিয় ভাবে জানিয়ে দেবে আননোন ট্র্যাকার অ্যালার্ট ফিচার। এই ফিচারটি Apple AirTags-সহ অন্যান্য অনেক ট্র্যাকারের সঙ্গে কাজ করে, যা Google Find My Device নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

*এ ছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ম্যানুয়ালি স্ক্যান করে ব্লুটুথ ট্র্যাকার শনাক্ত করতে পারবেন। এর জন্য আপনাকে ফোনের সেটিংসে গিয়ে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে যেতে হবে।

*ব্যবহারকারীরা ম্যাপে ডিভাইসটি দেখতে সক্ষম হবেন। এখান থেকে ডিভাইসগুলো কোথায় আছে তা জানা যাবে এবং সেগুলো শনাক্ত করতে সাহায্য করবে। ডিভাইসটি শনাক্ত করা ছাড়াও, সেটাকে ডিজএবল করার অনুমতিও দেবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version