একটানা কয়েক দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা ও সংলগ্ন শহরতলি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর—আপাতত সেই নিম্নচাপ কিছুটা দুর্বল হয়েছে এবং সরেছে পশ্চিম দিকে। ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে বৃষ্টির সতর্কতা এখনও জারি রয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলায়, যদিও কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
অন্যদিকে, আগামী সপ্তাহে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই প্রবণতা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টির প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস— স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি কম।
আবহাওয়াবিদদের মতে, এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। তাই আগামী কিছু দিন পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফেও।