Home খবর কলকাতা বৃহস্পতিবার শুরু কলকাতা বইমেলা, চূড়ান্ত প্রস্তুতি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে

বৃহস্পতিবার শুরু কলকাতা বইমেলা, চূড়ান্ত প্রস্তুতি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে

0
উদ্বোধনের আগের দিন প্রস্তুতি তুঙ্গে। ছবি: শ্রয়ণ সেন

কলকাতা: বৃহস্পতিবার (১৮ জানুয়ারি, ২০২৪) থেকে শুরু হতে চলেছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তার আগে এখন চূড়ান্ত প্রস্তুতি বইমেলা প্রাঙ্গণে।

Book Fair 11

বৃহস্পতিবার ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও বেশ কিছু স্টলের কাজ অসমাপ্ত। ছবি: শ্রয়ণ সেন

বৃহস্পতিবার বিকাল চারটেয় উদ্বোধনের কথা রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ছবি: শ্রয়ণ সেন

তিলোত্তমার ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ছবি: শ্রয়ণ সেন

গত বছর মেলায় এসেছিলেন ছাব্বিশ লক্ষ মানুষ, বই বিক্রি হয়েছে পঁচিশ কোটি টাকার, জানিয়েছিলেন কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর কর্মকর্তারা। ছবি: শ্রয়ণ সেন

এ বারের বইমেলায় শনি-রবির সপ্তাহান্ত ছাড়াও পাওয়া যাচ্ছে অন্তত দু’টি সরকারি ছুটির দিনের অবকাশ। ফলে বইপ্রেমীদের সমাগম আরও বাড়বে বলেই প্রত্য়াশা। ছবি: শ্রয়ণ সেন

প্রায় ১০০০ স্টল বসছে এই বছরের মেলায়। যা গত বছরের তুলনায় প্রায় ১০০টির মতো বেশি। প্রায় ২০টি দেশ অংশ নিচ্ছে এ বারের মেলায়। ছবি: শ্রয়ণ সেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version