Home খবর রাজ্য জোড়াফুলে ফিরছেন হিরণ! তৃণমূল অফিসে বসা ছবি ভাইরাল হতেই মুখ খুললেন বিজেপি...

জোড়াফুলে ফিরছেন হিরণ! তৃণমূল অফিসে বসা ছবি ভাইরাল হতেই মুখ খুললেন বিজেপি বিধায়ক

0

তৃণমূল অফিসের সোফায় বসে রয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কানে মোবাইল। ওই একই সোফায় কিছুটা দূরে মোবাইল হাতে নিয়ে বসে রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। হিরণের দলবদলের জল্পনার মাঝে এমন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল তোলপাড়। এমন আবহেই সোশ্যাল মিডিয়ায় পুরনো একটা ভিডিয়ো পোস্ট করে কী বোঝাতে চাইলেন বিজেপির তারকা বিধায়ক।

শুক্রবার অজিতের সঙ্গে হিরণের ছবি ছড়িয়ে পড়ার পরই হিরণের পদ্ম ফুল ছেড়ে জোড়াফুল শিবিরে ফেরার জল্পনা জোরালো হয়। এর মাঝেই হিরণের টুইটারে ভেসে উঠল এক পুরনো জনসভার ভিডিয়ো। মনে করা হচ্ছে এই ভিডিয়ো পোস্ট করেই রাজনৈতিক মহলের জল্পনার উত্তর দিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। ভিডিয়োটি বিজেপির একটি জনসভার। যেখানে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যাচ্ছে, “মারবি যত, ঝরবে রক্ত। দ্যাখ এখানে কত শ্রীরামের ভক্ত”। পোস্টের ক্যাপশনে অভিনেতা-বিধায়ক লেখেন, “এটি একটি পুরনো ভিডিও, আজকে পোস্ট করলাম”।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁকে নিয়ে শুরু হওয়া জল্পনায় জল ঢালতেই এই ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। মনে করা হচ্ছে, পদ্মশিবিরের জনসভার পুরনো ভিডিয়ো পোস্ট করে হিরণ এই বার্তাই দিতে চাইছেন যে তৃণমূল নয়, তিনি এখনও পদ্মেই বহাল তবিয়তে আছেন। শুধু তাই নয়, টুইটে বিহার বিজেপির নেতা মঙ্গল পাণ্ডে, বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যকে ট্যাগ করেছেন বিজেপি নেতা হিরণ। এমনকী বিজেপি অফিয়াল অ্যাকাউন্টকেও ট্যাগ করেছেন তিনি।

দিনকয়েক আগেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ‘একবার দরজা খুললে’ তৃণমূলে যোগ দেবেন বহু বিজেপি নেতা-কর্মী। মিডিয়া রিপোর্টে দাবি, সেই তালিকায় রয়েছেন হিরণ। যদিও সে কথা স্বীকার করেননি বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: কেটে গিয়েছে ১১ বছর! কার্টুনকাণ্ডে অব্যাহতি মিলল অম্বিকেশ মহাপাত্রর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version