Home খবর রাজ্য এক অভিনব কৌশলে ভোট প্রচার যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

এক অভিনব কৌশলে ভোট প্রচার যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

0

কলকাতা: এক অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। গ্রামাঞ্চলে নববর্ষের আগমন উপলক্ষে চৈত্র মাসের শেষের দিকে চড়ক বা গাজন শুরু হয়, আর সেই উপলক্ষে ঢাক বাজে। হঠাৎ ঢাকের বাজনা শোনা গেল যাদবপুর এলাকায়। ঢাকের বাজনা কানে যেতেই কৌতূহলবশত বাড়ির ছাদে কিংবা রাস্তায় সাধারণ উৎসুক মানুষের ভিড়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঢাকের আওয়াজের দিকে। সম্বিৎ ফিরল সাধারণ নাগরিকদের, না এটা কোনো গাজন বা চড়কের ঢাকের আওয়াজ নয়, এটা যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা।

মাঝে দু’দিন বিরতি তারপর আবার স্বমহিমায় প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তিনি জনসংযোগ করলেন নবগ্রাম লোকনাথ মন্দিরে পুজো দিয়ে। ভোটের প্রচারের মাঝেই চলল স্লোগান “জয় শ্রীরাম” ধ্বনি, মুখরিত হল এলাকা, সঙ্গে প্রার্থীকে জেতানোর স্লোগান – ‘এ বার যাদবপুর লোকসভা নির্বাচনের ভোটে জিতবে কে বিজেপি আবার কে।’

প্রার্থী হাত জোড় করে ভোট প্রার্থনা করলেন । বুকে জড়িয়ে আবার হাতে হাত মিলিয়ে অভিনন্দন গ্রহণ করলেন প্রার্থী। ঢাকের বাদ্যির তালে তালে চলল প্রচার। জনসংযোগ যাত্রা শেষ হল শিলালিপি পৌঁছে । প্রার্থীকে এক ঝলক দেখার জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছিলেন কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধা, বয়স্ক ভোটাররা। কয়েক ঘন্টা বিরতির পর আবার বিকাল ৪টা থেকে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নরেন্দ্র মিষ্টান্ন ভান্ডার থেকে জনসংযোগের যাত্রা শুরু করলেন প্রার্থী।

কখনো ছাদের দিকে তাকিয়ে হাত জোড় করে ভোট প্রার্থনা করলেন, কখনো আবার রাস্তার পাশে মুদির দোকান, চলমান অটো যাত্রী কিংবা চলমান মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিরন্তন চলল জনসংযোগ যাত্রা। জনসংযোগ যাত্রা শেষ হল ভারত গেট এলাকায়। সোনারপুরে বিজেপি তাঁকে জেতানোর জন্য জনসাধারণকে অনুরোধ করলেন অনির্বাণ।

আরও পড়ুন: বেঙ্গালুরুর কাফে বিস্ফোরণের ২ মাস্টারমাইন্ডকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করল এনআইএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version