Home খবর রাজ্য হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স, সকাল থেকে টানা জেরা জ্যোতিপ্রিয় মল্লিককে

হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স, সকাল থেকে টানা জেরা জ্যোতিপ্রিয় মল্লিককে

0

কলকাতা: শুক্রবার আদালতেই অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার হাসপাতালের মেডিক্যাল বোর্ড জানিয়ে দেয় ভালো আছেন মন্ত্রী। এর পর সন্ধেয় হাসপাতালে পৌঁছান ইডির দুই পদস্থ আধিকারিক। রাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে বেসরকারি হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে নিয়ে যাওয়া হয়।

সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরার কথা জানা গিয়েছে ইডি সূত্রে। গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হয়নি। পাশাপাশি ইডি দফতরের সেলে জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল।

রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ভোরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। ম্যারাথন তল্লাশির পর, সেদিন গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। রাতভর ইডি-র হেফাজতে থাকার পর পরেরদিন আদালতে তোলার সময় হঠাৎই মূর্চ্ছা যান বনমন্ত্রী। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালত শুক্রবার নির্দেশ দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজতের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেদিন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফলে, বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আজ থেকেই তাঁর ইডি হেফাজতের মেয়াদ শুরু হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার দু’বার এমআরআই করা হয় মন্ত্রী। একটি মাথায়, আর একটি ঘাড়ে। মাথার এমআরআই রিপোর্টে কোনও সমস্যা পাওয়া যায়নি। তবে ঘাড়ের কাছে সার্ভাইকাল স্পাইনে কিছু সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল রবিবার। এর পর সোমবার রাতে হাসপাতালে থেকে ছাড়া পেলেন জ্যোতিপ্রিয়। ঘড়িতে তখন ১০ বেজে ১২ মিনিটে। রাতেই হাসপাতালে থেকে সোজা সিজিও কমপ্লেক্সে আনা হয় মন্ত্রীকে।

আরও পড়ুন: রাজনৈতিক তহবিলের উৎস জানার অধিকার নেই নাগরিকদের, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version