Home খবর রাজ্য তেল নয়, জলে জ্বলবে! দীপাবলির বাজার মাতাচ্ছে অবাক করা প্রদীপ

তেল নয়, জলে জ্বলবে! দীপাবলির বাজার মাতাচ্ছে অবাক করা প্রদীপ

0

কলকাতা: ১২ নভেম্বর (রবিবার) কালীপুজো। দীপাবলিতে আলোর বন্যায় গা ভাসানোর যাবতীয় তোড়জোড় চলছে জোরকদমে। এরই মধ্যে খবরে উঠে এসেছে অবাক করা এক প্রদীপ। যা জ্বালানোর জন্য তেলের দরকার নেই। জল হলেই চলবে।

প্রত্যেক বছরই কালীপুজোর আগে বাজারে আসে নিত্যনতুন লাইটের সম্ভার। টুনি বাল্ব থেকে শুরু করে অন্য আরও সব আলোর পশরা নিয়ে বসে পড়েন দোকানিরা। নতুন করে বলার নয়, এখন আবার এলইডি আলোর যুগ। ফলে রকমারি আলোর অভাব নেই এ বারের কালীপুজোর বাজারেও।

Rajib kali 5 1

এরই মধ্যে, গত কয়েক দিন ধরেই বাজারে মিলছে অবাক করা এক প্রদীপ। তেল তো লাগবেই না, দরকার নেই আলাদা কোনো উৎসেরও। অর্থাৎ, বিদ্যুৎ অথবা ব্যাটারির প্রয়োজনও পড়ছে না। তা হলে কী ভাবে জ্বলবে এই প্রদীপ?

খুবই সহজ পদ্ধতি। আকর্ষণীয় এই প্রদীপ জ্বালাতে লাগবে কয়েক ফোঁটা জল। প্রদীপের তেল দেওয়ার জায়গায় আপনি কয়েক ফোঁটা জল ঢেলে দিন, ব্যস আর কিচ্ছুটি করতে হবে না। ওমনি জ্বলে উঠবে প্রদীপ। নেভানোর পদ্ধতিও সহজ। জল ফেলে দিয়ে শুকনো করে মুছে নিলে কিছুক্ষণ পর প্রদীপ নিভে যাবে।

বিক্রেতারা জানাচ্ছেন, এগুলি এক বিশেষ ধরনের বৈদ্যুতিক বাতি। তবে তার জন্য বিদ্যুতের সংযোগ লাগে না। বাতিতে জল ঢালার সঙ্গে সঙ্গেই তা জ্বলতে শুরু করে। জোরে হাওয়া দিলে অথবা বৃষ্টি হলেও এই প্রদীপের নিভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

দামও খুব একটা বেশি নয়। এক পিস নিলে খরচ পড়ছে ২০ টাকা। তবে এক ডজন নিলে ২০০ টাকার মধ্যেই হয়ে যাবে। মজার কথা, এই প্রদীপ জ্বালাতে তেল, বিদ্যুৎ অথবা ব্যাটারি লাগছে না। লাগবে শুধু জল। ফলে এই প্রদীপের ব্যবহার যথেষ্ট সাশ্রয়ী তো বটেই!

আরও পড়ুন: কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ততা পটুয়াপাড়ায়, আলোর বাজারে গমগমে ভিড়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version