প্রত্যাশিত শীত এখনও দূরে। নভেম্বরের মাঝামাঝি পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা তেমন নামছে না। বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সক্রিয়তার ফলে শীতের আমেজ দুর্বল হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আন্দামান সাগরের উপর তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রের পরিস্থিতি উত্তাল। ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা সোমবার ২৪ নভেম্বর পর্যন্ত চলবে বলে অনুমান। মঙ্গলবার হাওয়ার গতি কিছুটা কমলেও সমুদ্রে এখনই যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
দক্ষিণবঙ্গে এই আবহাওয়ার তেমন প্রভাব পড়ছে না। রাজ্যের বেশিরভাগ জেলায় শুকনো আবহাওয়া বজায় থাকবে। কেবল দার্জিলিঙের কিছু এলাকায় সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালবেলা কিছু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে, তবে তা উদ্বেগজনক নয়।
কলকাতার তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা গেলেও বড় কোনও হেরফের হয়নি। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে ১৮.৮ ডিগ্রি হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব কমলে তবেই শীত ফিরতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
