ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য গুজরাত এশিয়াটিক লায়ন বা সিংহর বাসস্থান হিসাবে পরিচিত। এবার পশুরাজ সিংহর ডেরায় শার্দূলরাজের তর্জন গর্জন শোনা যাচ্ছে। দীর্ঘ ৩ দশক পরে গুজরাতে দেখা মিলেছে বাঘের। দাহোদ জেলার রতনমহল অভয়ারণ্যে দেখা মিলেছে ডোরাকাটার।
গুজরাতের বন ও পরিবেশমন্ত্রী অর্জুন মোধওয়াদিয়া জানান, ৯ মাস আগে বাঘটি গুজরাতের জঙ্গলে ঢোকে। সেই থেকে সেটি রতনমহল অভয়ারণ্যে আছে। ফেব্রুয়ারিতে প্রথম বার সিসিটিভি ক্যামেরায় বন দফতরের কর্মীরা বাঘের গতিবিধি দেখতে পান। সেই থেকে সেটিকে নিয়মিত ওই জঙ্গলে ঘোরাঘুরি করতে দেখা গেছে। জঙ্গলে খাবারের অভাব নেই। প্রচুর পরিমাণে তৃণভোজী প্রাণী রয়েছে। তাই বাঘটি সুস্থ ও হৃষ্টপুষ্ট রয়েছে।

বন দফতরের রেকর্ড অনুযায়ী শেষবার ১৯৮৯ সালে গুজরাতের জঙ্গলে বাঘ দেখা যায়। ২০১৯ সালে একটা বাঘকে মাহিসাগর জেলায় দেখা গেলেও ২ সপ্তাহের মধ্যে সেটিকে মৃত অবস্থায় দেখা যায়।