ষষ্ঠীর দিন আকাশে বৃষ্টি ছিল না, কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুজো কমিটিগুলিকে। সপ্তমীতেও কি একই ছবি দেখা যাবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তমীর দিনও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অষ্টমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদহে। মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে।
তবে পুজোর মাঝামাঝি বাড়ছে শঙ্কা। অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীতে সেটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর জেরে নবমী থেকে দশমী— দুই দিনই দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ঠাকুর দেখতে বেরিয়েছেন? মণ্ডপে ভিড়ের মাঝে পার্কিং, মেট্রো, এটিএম—সব তথ্য এ বার হাতের মুঠোয়