Home খবর রাজ্য ভোট আপডেট ১: ভাঙড়ে সংঘর্ষ, মিঠুনকে ঘিরে ‘চোর’ স্লোগান বেলগাছিয়ায়

ভোট আপডেট ১: ভাঙড়ে সংঘর্ষ, মিঠুনকে ঘিরে ‘চোর’ স্লোগান বেলগাছিয়ায়

লোকসভা নির্বাচনের শেষ পর্বে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। সকাল সাড়ে নটা পর্যন্ত ভোটের সব আপডেট জেনে নিন। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত দেশের ৫৭টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১১.৩১ শতাংশ। 

মিঠুন চক্রবর্তীকে ঘিরে ‘চোর স্লোগান’

উত্তর কলকাতা কেন্দ্রের ১৬৮/২৪৮ নম্বর বুথে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন চক্রবর্তী। তবে ভোট দিয়ে বের হওয়ার পরই তৃণমূল কর্মী-সমর্থকদের পক্ষ থেকে ‘চোর চোর’ স্লোগানে দেওয়া হতে থাকে। তবে মিঠুন এতে কোনও প্রতিক্রিয়া দেননি।

জয়নগরে জলে ইভিএম 

জয়নগরের মেরিগঞ্জে ইভিএম জলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল বলেন, ‘‘ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়।’’ বিপরীতে, বিজেপি প্রার্থী অশোক কান্ডারি দাবি করেন, ‘‘৪০ এবং ৪১ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি শাসকদল তৃণমূল। ক্ষুব্ধ গ্রামবাসীরা, বিশেষত মহিলারা, একজোট হয়ে ইভিএম জলে ফেলে দেন।’’

আটকৃষ্ণ রামপুরে ভুয়ো এজেন্ট বিতর্ক

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথে ভুয়ো এজেন্টকে বুথ থেকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। এর পরেই সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ওই এজেন্ট। প্রতীক-উরের অভিযোগ, ভুয়ো এজেন্টটি আসলে স্থানীয় তৃণমূল নেতা।

সায়রা শাহ হালিমের এজেন্টের উপর হামলার অভিযোগ

কলকাতার দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয় ১২৭ নম্বর ওয়ার্ডে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের বাইরে তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। কৌস্তভ সেখানে পৌঁছালে তাঁর উপর হামলা করা হয়, যার ফলে তাঁর মাথায় আঘাত লাগে।

বসিরহাটে বিজেপি এজেন্টের উপর হামলা

বসিরহাটের ৬৫ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর ২ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

ভাঙড়ে সংঘর্ষ

ভাঙড়ের ফুলবাড়িতে বুথে এজেন্ট বসানোর সময় আইএসএফ কর্মীদের উপর তৃণমূল কর্মীদের আক্রমণের অভিযোগ উঠে এসেছে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত হয়।

সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ

সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। পুলিশকে তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version