Home খবর রাজ্য ভোট আপডেট ২: ১১ টা পর্যন্ত বাংলায় ভোট ২৮.১ শতাংশ, সন্দেশখালিতে অশান্তি,...

ভোট আপডেট ২: ১১ টা পর্যন্ত বাংলায় ভোট ২৮.১ শতাংশ, সন্দেশখালিতে অশান্তি, কলকাতায় ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সকাল ১১টা পর্যন্ত দেশের গড় ভোটদানের হার ২৬.৩ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক ভোটদান হয়েছে হিমাচল প্রদেশে, যেখানে ভোটদানের হার ৩১.৯২ শতাংশ। অন্যদিকে, বিহারে ২৪.২৫ শতাংশ, চণ্ডীগড়ে ২৫.০৩ শতাংশ, ঝাড়খণ্ডে ২৯.৫৫ শতাংশ, ওড়িশায় ২২.৬৪ শতাংশ, পঞ্জাবে ২৩.৯১ শতাংশ এবং উত্তরপ্রদেশে ২৮.০২ শতাংশ ভোট পড়েছে।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা উত্তর এবং দক্ষিণে ভোটদানের হার সমান, দুই কেন্দ্রেই ২৪.০২ শতাংশ করে ভোট পড়েছে। বাংলার নয় আসনের মধ্যে বসিরহাট এগিয়ে রয়েছে ৩২.৫৭ শতাংশ ভোটদানের হারে। ডায়মন্ড হারবারে ৩১.৫১ শতাংশ, মথুরাপুরে ৩০.৫ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, বারাসতে ২৭.৮৬ শতাংশ, যাদবপুরে ২৬.৫৯ শতাংশ এবং দমদমে ২৪.৮৩ শতাংশ ভোট পড়েছে।

তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ

বিজেপি অভিযোগ করেছে, কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল ছাপ্পা ভোট মারছে। বিশেষ করে বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ উঠেছে। খিদিরপুর এবং গার্ডেনরিচের বিভিন্ন বুথেও একই অভিযোগ পাওয়া গেছে। কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বাইক বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে বলেও বিজেপি অভিযোগ করেছে। কংগ্রেসও ছাপ্পা ভোট মারা নিয়ে অভিযোগ জানিয়েছে কমিশনে।

ভোট দিলেন সস্ত্রীক মহম্মদ সেলিম

সন্দেশখালিতে সংঘর্ষ

সন্দেশখালির বয়রামাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে একজন বিজেপি কর্মীর মাথা ফেটে গেছে। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে তৃণমূলের বিক্ষোভ হয়েছে।

বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভোট প্রতিক্রিয়া

অভিযোগের সংখ্যা

সকাল ১১টা পর্যন্ত বাংলার সপ্তম দফার ভোটে মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর মধ্যে বিজেপি ৭৬টি, সিপিএম ১৪২টি এবং কংগ্রেস ৯টি অভিযোগ করেছে। তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।

[উৎস: নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য]

ভোট দিচ্ছেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসীনীরা

ভোট দিলেন নুসরত জাহান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version