Home খবর রাজ্য প্যান্ডেলে লিফলেট বিলি, মূর্তি নিয়ে শহর পরিক্রমা, ষষ্ঠীর কর্মসূচি আন্দোলনকারীদের

প্যান্ডেলে লিফলেট বিলি, মূর্তি নিয়ে শহর পরিক্রমা, ষষ্ঠীর কর্মসূচি আন্দোলনকারীদের

0

খবর অনলাইনডেস্ক: রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় ঢালাও সংস্কারের দাবিতে আমরণ অনশন চলছে ধর্মতলায়। আন্দোলন থেকে যে তাঁরা সরছেন না, তা পঞ্চমীর রাতে স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার আন্দোলনকারীদের তরফে জানানো হল নতুন কর্মসূচির কথা।

পুজোর ক’টা দিন নতুন নতুন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ঝাঁঝ আরও বৃদ্ধি করতে চাইছেন তাঁরা। একই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামা জুনিয়র ডাক্তারেরা।

মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। তার পর দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে বিলি হবে চিকিৎসকদের ১০ দফা দাবি সংবলিত লিফলেট। আন্দোলনকারীদের সঙ্গে থাকবে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি। ষষ্ঠীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার মণ্ডপে মণ্ডপে পরিক্রমা করবেন তাঁরা। মানুষের হাতে হাতে ছড়িয়ে দেবেন তাঁদের দাবির বার্তা।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘আরজি করের সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরাও ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। তাঁরাও গণইস্তফা দিতে পারেন। বড়োদের এই পদক্ষেপ আমাদের সাহস জোগাচ্ছে।’’

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা আহ্বান জানাচ্ছেন তাঁদের ১০ দফা দাবি সংবলিত লিফলেট পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ছড়িয়ে দিতে। ষষ্ঠী থেকে প্রতি রাতে পরের দিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি আন্দোলনকারীদের অভিযোগ, সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আন্দোলনকে উৎসবের বিপরীতে রাখতে চাইছে। কিন্তু এটা আন্দোলন বনাম উৎসব নয়, তাঁরা আন্দোলনের উৎসব করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version