খবর অনলাইনডেস্ক: মঙ্গলবার পঞ্চমীর দিন দুপুরের দিকে অল্প সময়ের জন্য তীব্র ঝড়বৃষ্টির কারণে বিপদে পড়েছিলেন পথচলতি মানুষজন। বিপাকে পড়েছিলেন ধর্মতলায় অনশনকারী জুনিয়র ডাক্তাররা। ফলে আবহাওয়া নিয়ে একটা চিন্তা তো রয়েছেই সাধারণ মানুষের মধ্যে।
আগামী কয়েক দিন এই ধরনের ঝড়বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। বস্তুত, এই সময়টা বর্ষা বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঠিক সেই কারণেই আবহাওয়া ঝড়বৃষ্টির জন্য অনুকূল হয়ে ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সময় উত্তর দিক থেকে বয়ে আসা শুষ্ক হাওয়া বায়ুমণ্ডলে ঢোকার চেষ্টা করে। অন্যদিকে, সমুদ্রের দিক থেকে বয়ে আসা জলীয় বাষ্পে ভরা দখিনা বাতাস কিছুতেই তাকে জায়গা ছাড়তে চায় না। এই দুই হাওয়ার সংমিশ্রণের ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। এই মেঘ থেকেই নামে বৃষ্টি।
তবে কোথায় কখন কতটা বৃষ্টি হবে, সেটা আগাম পূর্বাভাস দেওয়া যায় না। ফলে কলকাতায় যে বৃষ্টি হবেই, তারও কোনো মানে নেই। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে পুজোর দিনগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই।
অন্যদিকে, বায়ুমণ্ডলে ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশ করার ফলে এবার সর্বনিম্ন তাপমাত্রাও কমতে পারে একটু একটু করে। ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব অনুভব করা যেতে পারে।