Home খবর রাজ্য ‘লং লিভ ২০ মে’! অভিষেককে সিবিআই তলবের দিন ইঙ্গিতপূর্ণ ট্যুইট মমতার

‘লং লিভ ২০ মে’! অভিষেককে সিবিআই তলবের দিন ইঙ্গিতপূর্ণ ট্যুইট মমতার

কলকাতা: হাইকোর্টের নির্দেশে শনিবার সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে সিবিআই তলবের দিন ইঙ্গিতপূর্ণ ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালের ২০ মে প্রথম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে কেটে গিয়েছে প্রায় এক যুগ। শনিবার, মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তির দিন তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মমতা। টুইটে সিপিএমকে নিশানা করার পাশপাশি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

এ দিন অভিষেক যখন নিজাম প্যালেসে তখন মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, “২০১১ সালের ২০ মে, এই দিনে ৩৪ বছরের দৈত্যরাজের অবসান ঘটিয়ে বাংলায় মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের কাজে নিজেদের উৎসর্গ করার জন্য আজ ফের একবার অঙ্গীকার করছি। কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে। তবু দেশের লাখো মানুষ আমাদের সঙ্গে রয়েছে। লং লিভ ২০ মে”।

মমতার এই টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার সিবিআই তলবে যখন বাঁকুড়া থেকে কলকাতায় ফিরবেন বলে কর্মসূচিতে কাটছাঁট করলেন অভিষেক, তার পরই গর্জে ওঠেন মমতা। বলেন, “অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব। রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে”। তারপরই শনিবার ট্যুইটারে এই পোস্ট।

আরও পড়ুন: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের বড়ো স্বস্তি, চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version