দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগেই শুরু হয়েছে ঘন মেঘ ও বৃষ্টির দাপট।
১৬ জুন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭ জুন আরও সক্রিয় হবে বর্ষা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
১৮ জুন, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণের ফলে জল জমা, নিম্নচাপের এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
১৯ জুন কিছুটা কমবে বৃষ্টির তীব্রতা। সেদিন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ স্বাভাবিক সময়েই হচ্ছে এবার। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে বলে আশঙ্কা।