খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এর হাত ধরেই আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। তবে বর্ষা বিদায়ের পরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।
সাধারণ ভাবে ১৫ অক্টোবরের আশেপাশে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়। এবারও সেই সূচিই বহাল থাকবে বলে আন্দাজ পাওয়া যাচ্ছে। গত তিনদিন ধরে বিক্ষিপ্ত কিছু এলাকায় ঝড়বৃষ্টি ছাড়া সেভাবে জোরালো কোনো বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া মোটের ওপরে শুকনো। অন্যদিকে, বায়ুমণ্ডলে উত্তুরে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে।
তবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। আগামী দু’তিন দিন মোটের ওপরে শুকনো আবহাওয়া থাকলেও এই সপ্তাহের শেষ থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ওই সময়ে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপটির ঘূর্ণিঝড় হওয়া বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সেভাবে কোনো সম্ভাবনা নেই। কিন্তু ওই নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে মেঘ ঢুকবে। এর থেকেই বৃষ্টি বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে।