Home খবর বাংলাদেশ বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

0

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। সেই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলা নিয়েও উদ্বেগ জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রথম বাংলাদেশের ব্যাপারে এতটা কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল দিল্লিকে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা ঢাকার তাঁতিবাজারে একটি দুর্গাপূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা লক্ষ করেছি। এগুলি মর্মান্তিক ঘটনা এবং একটি নিয়ম মেনেই এমনটা করা হচ্ছে। মন্দির ও দেবতাদের অপবিত্র করা এবং ক্ষতি করার প্রবণতা বেশ কয়েক দিন ধরেই আমাদের নজরে আসছে।’’

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, চুরির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টো ৪৭মিনিট থেকে দুপুর ২টো ৫০ মিনিটের মধ্যে। ঘটনার একটি সিসি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিয়োয় সাদা রঙের গেঞ্জি পরা এক তরুণকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এরপর ওই ব্যক্তি দেবীমূর্তির সামনের পর্দা সরিয়ে হাত এগিয়ে দেন মূর্তির দিকে। কয়েক মুহূর্ত পরেই স্বর্ণমুকুট-সহ হাত বার করে আনেন। জামার পিছনের দিকে গুঁজে নেন মুকুটটিকে। এরপর আবার মন্দির থেকে বার হয়ে যান। গোটা ঘটনাটি ঘটে তিন মিনিটের মধ্যেই!

উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে ওই মুকুটটি উপহার দিয়েছিলেন যশোরেশ্বরী মন্দিরে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version