Home খবর রাজ্য নেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

নেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

police meet

নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের জেরে সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দেন সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য। সেই নির্দেশ মেনে উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ এবং এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহ জরুরি বৈঠকে বসেন।

সূত্রের খবর, ওই বৈঠকে সীমান্ত রক্ষার একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। মেচি নদী সংলগ্ন এলাকাকে ঘিরে অতিরিক্ত এসএসবি জওয়ান মোতায়েন করা হয়েছে। সীমান্ত ঘেঁষা প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগকেও সক্রিয় করা হয়েছে, যাতে নেপালের দিক থেকে আসা যে কোনও তথ্য দ্রুত পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। পরবর্তী সময়ে রাজ্যের পুলিশমন্ত্রী হিসেবে তাঁর নির্দেশেই উত্তরবঙ্গের আইজি সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শনে যান এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেন।

আইজি রাজেশকুমার যাদব জানিয়েছেন, “এখনও পর্যন্ত ভারতের দিকে কোনও অশান্তির খবর নেই। তবে আমরা সতর্ক রয়েছি। এসএসবি-র সঙ্গে সহযোগিতা করে কাজ চলছে। সীমান্ত সংলগ্ন থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগকেও সক্রিয় করা হয়েছে।”

প্রসঙ্গত, নেপালে বিক্ষোভকারীরা কাস্টমস ও অভিবাসন কার্যালয়ে হামলা চালানোর পর সাময়িকভাবে সীমান্ত পারাপার বন্ধ রাখা হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, নেপালের আন্দোলনকে হাতিয়ার করে যেন কোনও অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version