Home খবর রাজ্য পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অশান্তি, আসরে জাতীয় মানবাধিকার কমিশন

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অশান্তি, আসরে জাতীয় মানবাধিকার কমিশন

0
শনিবার রাজ্য নির্বাচন কমিশনারের দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি। অশান্তির অভিযোগ শুনে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন শুরু হয় গত শুক্রবার। প্রথম দিনেই মুর্শিদাবাদে নিহত এক কংগ্রেস কর্মী! কেন এমন পরিস্থিতি? জানা গিয়েছে, সে ব্যাপারেই স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করছে জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি।

শুক্রবার মনোনয়নের প্রথমদিনেই গুলি চলে মুর্শিদাবাদের খড়গ্রামে। সন্ধ্যায় ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেসকর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। শনিবার, দ্বিতীয় দিন রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদেরই ডোমকল। অভিযোগ, বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছেন তৃণমূলকর্মীরা। শুধু তাই নয়, বিডিও অফিস চত্বরেই মাকি মারধরও করা হয়েছে কংগ্রেস ও সিপিএম কর্মীদের।

সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য, দু’পক্ষকেই জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনেরও গোচরে আনা হয়েছে এটি। সাংবাদিক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে রাজ্যের পরিস্থিতি একেবারে সরেজমিন দেখতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। সে কারণেই আসছেন ডিজি।

সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণত দেখা যায় অন্যান্য ক্ষেত্রে কোথাও ঘটনা ঘটার পরে সেখানে যায় জাতীয় মানবাধিকার কমিশন। তবে এবারের পঞ্চায়েত ভোটে একেবারে আগেভাগেই রাজ্যে চলে আসছে জাতীয় মানবাধিকার কমিশন।

এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে রাজ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য অশান্তিপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার পাশাপাশি এলাকা সরেজমিনে খতিয়ে দেখে মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক। রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে জাতীয় মানবাধিকার কমিশন।

আরও পড়ুন: রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি, একই সঙ্গে বৃষ্টি এবং তাপপ্রবাহের পূর্বাভাস

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version