কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক-বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ।
আগামী ১৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেছেন, “উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করেছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা এবং সিকিমের কয়েকটি জায়গায় বর্ষা ঢুকে পড়বে বলে আশা করা হচ্ছে”।
যদিও দক্ষিণবঙ্গে এখনই বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। হতে পারে প্রাক-বর্ষার বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া জারি থাকলেও রবিবার থেকেই গাঙ্গেয় উপত্যকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি দুই-ই থাকবে। রবিবার বৃষ্টির পর ফের কলকাতার তাপমাত্রা বাড়বে।
এ বিষয়ে আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন, “রবিবার দক্ষিণবঙ্গের একাংশে আকাশ মেঘলা থাকবে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবার বাড়বে। আকাশ পরিষ্কার হবে”।
ও দিকে, রাজ্যের পশ্চিম দিকের বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এই জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর চোখ রাঙানি, গতি বাড়িয়ে অতি শক্তিশালী রূপ
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us