সল্টলেক: সল্টলেকের ইলেকট্রনিকস কমপ্লেক্স থানা এলাকায় মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রসেন মণ্ডল নামের বছর বাইশের ওই যুবককে মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে প্রসেন মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় সল্টলেকের করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। যে ব্যক্তি তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে আরও দু’জনকে আটক করা হয়। জানা যায়, মোবাইল চুরির সন্দেহে প্রসেনকে মারধর করা হয় এবং হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বৌবাজারের ঘটনার পুনরাবৃত্তি
শুক্রবার, কলকাতার বৌবাজারে উদয়ন হস্টেলে মোবাইল ফোন চুরির অভিযোগে বছর সাঁইত্রিশের ইরশাদ আলমকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই হস্টেলের এক আবাসিকের মোবাইল ফোন চুরি গিয়েছিল এবং এই ঘটনার সূত্রপাত সেখান থেকেই। থানায় ফোন চুরির অভিযোগও দায়ের করা হয়েছিল।
শুক্রবার সকালে হস্টেলের পাশে এক দোকানের মালিক ছাত্রদের জানান, এক যুবক এলাকায় ঘুরঘুর করছেন। অভিযোগ, দোকানি বলার পরেই সকাল সাড়ে ৮টা নাগাদ হস্টেলের সামনে ফুটপাথ থেকে ইরশাদকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ইরশাদ তাঁর কর্মস্থলের মালিককে ফোন করে সাহায্য চান এবং বৌবাজারের এক বিখ্যাত মিষ্টির দোকানের উল্টো দিকের হস্টেলে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা প্রত্যেকেই কোনও না কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বা বর্তমান ছাত্র এবং উদয়ন হস্টেলের আবাসিক তাঁরা।
কার্যত ছোয়াচ রোগের মতো ছড়িয়ে পড়ছে গণপিটুনির ঘটনা। এর আগেও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা হয়েছে। জনতা আইন নিজের হাতে এই ভাবে তুলে নেওয়ায় উদ্বিগ্ন প্রশাসনও।