বাগুইআটির রিকশাচালক নুর আলি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। রাস্তায় পড়ে থাকা ১৫ লক্ষ টাকার চেক উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিলেন তিনি। নুরের সততায় মুগ্ধ এলাকাবাসী ও পুলিশ।
সোমবার সকালে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বেরিয়েছিলেন বাগুইআটির জোড়ামন্দির এলাকার বাসিন্দা নুর আলি। চিনার পার্ক এলাকায় রাস্তায় ৩-৪টি চেক পড়ে থাকতে দেখে তিনি তা তুলে নেন। এরপর সেগুলি নিয়ে যান স্থানীয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) শাখায়।
ব্যাঙ্কে পৌঁছে চেকগুলির বিষয়ে জানালে, কর্তৃপক্ষ বাগুইআটি থানায় যোগাযোগ করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ সেখানে আসে এবং নুর চেকগুলি পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, তিন-চারটি চেকের মোট পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, চেকগুলি পিএনবি-র পূর্বাচল শাখার। যাঁর নামে চেকগুলি ইস্যু করা হয়েছিল, পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মালিকের হাতে চেকগুলি ফিরিয়ে দেওয়া হয়।
নুর আলি গত ১৫ বছর ধরে বাগুইআটিতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আটঘড়া এলাকার বাসিন্দা নুরের সংসারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। সন্তানদের বয়স যথাক্রমে ৮ এবং ১১ বছর। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও নুরের সততা এবং মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা নজির স্থাপন করেছে।
এ ব্যাপারে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, “সমাজে এখনও সৎ মানুষ আছেন, এই ঘটনাই তার প্রমাণ। নুর আলির এই কাজ সকলের জন্য অনুপ্রেরণা।”
নুরের এই সততার গল্প এখন এলাকাজুড়ে প্রশংসার কেন্দ্রবিন্দু। কঠিন জীবনের মাঝেও তাঁর এই মানবিক কাজ প্রমাণ করে, সততা ও নৈতিকতা এখনও জীবন্ত।
তথ্য ও ছবি: এই সময়