ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ‘মূল’ অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। জগদ্দল এলাকার বারুইপাড়ায় গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনার তদন্তে বড়সড় কিনারা করল পুলিশ।
গত ১৩ নভেম্বর, নৈহাটির উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ার এক চায়ের দোকানে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাশাপাশি চলে বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক সাউয়ের। এই ঘটনায় প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার সূত্র ধরে ধরা পড়ে সুজল পাসোয়ান। কিন্তু মূল অভিযুক্ত সুজল প্রসাদ তখনও পলাতক ছিল।
বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার তথ্য অনুযায়ী, ধৃত সুজল প্রসাদ তার ভাই আকাশ প্রসাদের খুনের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটায়। আকাশকে ২০২০ সালে একই এলাকায় খুন করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতে সুজল চার বছর ধরে নিখুঁত পরিকল্পনা করে।
খুনের ঘটনার পর থেকে সুজল পাশের এলাকাগুলিতে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার অবস্থানের খবর পায়। এরপর সোমবার বারুইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার জানিয়েছেন, সুজলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। বিহারে গা ঢাকা দেওয়ার পর তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় একটি মামলায় জামিনে মুক্ত ছিল সুজল।
এই ঘটনায় সুজলের গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ আরও পাঁচজনকে চিহ্নিত করেছে এবং তদন্ত চলছে। তাদের মতে, এই হত্যাকাণ্ডে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে।
প্রসঙ্গত, বিজেপি নেতা অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছিলেন, ২০২১ সালের একটি খুনের মামলার বদলা নিতেই এই খুন। অশোক সাউ সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল।