Home রাজ্য উঃ ২৪ পরগনা বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’ জানিয়ে শিক্ষিকাকে চিঠি আড়িয়াদহের স্কুলের, পরে সংশোধন

বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’ জানিয়ে শিক্ষিকাকে চিঠি আড়িয়াদহের স্কুলের, পরে সংশোধন

প্রতীকী ছবি

স্কুলে বাংলা ভাষার পড়ুয়াই নেই। তাই বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করার নোটিস দিতে গিয়ে বিতর্কে জড়াল আড়িয়াদহর হোলি চাইল্ড স্কুল। নোটিসে লেখা হয়- বাংলা ভাষা প্রায় অস্তিত্বহীন। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভুলবশত ওই লাইন থেকে একটি শব্দ বাদ পড়ে যায়। পরে সংশোধন করে চিঠি পাঠানো হয়েছে শিক্ষিকাকে।

চিঠিটি হাতে পাওয়ার পর শিক্ষিকা তা ফেসুবকে তুলে দেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়ে সেই চিঠি। পরে স্কুলের সেক্রেটারি কমলেশ বসু বলেন, ” আমি অনিচ্ছাকৃতভাবে একটি লাইনে Student কথাটি লিখতে ভুলে গিয়েছিলাম। আর একটি শব্দ যদি বাদ যায় সেক্ষেত্রে বাক্যের মানে বদলে যায়। আমি শারীরিক কারণে বা অন্য কোনও কারণে এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে।” তিনি আরও বলেন, ”স্কুলে সেভাবে বাংলার ছাত্র নেই। হয়তো হাতে গোনা তিন থেকে চার জন। তাই বাংলার শিক্ষিকাকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

তবে আড়িয়াদহের মতো শহরতলিতেও বাংলার প্রতি পড়ুয়াদের এই তীব্র অনীহা ভাবাচ্ছে ভাষাবিদদের।

খবর অনলাইনে আরও পড়ুন

ট্রফি নিয়ে শহরে ফিরে দেদার উৎসব মোহনবাগানের, সোমবার ভারতসেরাদের অভিনন্দন জানাবেন মমতা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version