Home রাজ্য উঃ ২৪ পরগনা দক্ষিণেশ্বরে শ্যুটআউট! ডাকাত ধরতে গিয়ে গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

দক্ষিণেশ্বরে শ্যুটআউট! ডাকাত ধরতে গিয়ে গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

0
সেই গেস্ট হাউস ঘিরে সাধারণ মানুষের ভিড়। ছবি: রাজীব বসু

কলকাতা: দক্ষিণেশ্বরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। রহড়ার ডাকাতির তদন্ত করতে গেলে কয়েক জন দুষ্কৃতী দক্ষিণেশ্বরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। তাতে গুলিবিদ্ধ হন এক সিভিক ভলান্টিয়ার।

সূত্রের খবর, দক্ষিণশ্বরের হোটেলে তল্লাশির সময় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী ভাবে ঘটল এই ঘটনা?

ঘটনায় প্রকাশ, কয়েক দিন আগে রহড়ায় ৬২ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশির পর তাদের সন্ধান পাওয়া যায়। পুলিশ গোপন সূত্রে খবর পায়, ডাকাত দলের বেশ কিছু সদস্য দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউসে গা ঢাকা দিয়ে রয়েছে। এ দিন পুলিশ ওই গেস্ট হাউসে হানা দিতেই গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। কিন্তু ওই হোটেলে ঢুকতেই দুষ্কৃতীরা অতর্কিত গুলি চালায় বলে অভিযোগ।

জানা গিয়েছে, প্রায় দু-তিন রাউন্ড গুলি চলেছে। আহত সিভিক ভলান্টিয়ারকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: কেন নগদ অর্থ মজুত, তৃণমূল বিধায়ককে তলব আয়কর দফতরের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version