কলকাতা: কনকনে ঠান্ডা থেকে সাময়িক মুক্তি। শনিবার ভোরসকাল থেকেই মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ছিল-ই। তবে হঠাৎ করে এতটা যে বাড়বে, তা অনুমানের বাইরে।
এ দিন ঘন কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল অনেকটা। পৌঁছে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যদিও অনুমান করা হয়েছিল, ১৭-র আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ ফের ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুর্বল হয়ে এসেছে উত্তুরে হাওয়া। বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, রাজ্য জুড়েই শনিবার ও রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিশেষত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। কলকাতা ও হাওড়া এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। ফের সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। আপাতত কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি ফিরবে না। তবে শীতের আমেজ থাকবে।
আবহাওয়াবিদরা জানাচ্ছে, ১৩-১৫ জানুয়ারি সাময়িক বিরতি নেবে শীত। তার পর ফের উল্লেখযোগ্য পতন ঘটবে পারদে। শীত কিন্তু আরও বেশি দাপট নিয়ে ফিরে আসবে ১৬ জানুয়ারি থেকে। ওই সময় ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রা হতে পারে কলকাতায়।
অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা।