পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির জন্য বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, ১৮ এপ্রিল সমস্ত জেলাশাসককে এই বৈঠকে ডাকা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য নির্বাচন কমিশনের সমস্ত কর্তারা। বুথের খসড়া তালিকা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে এই খসড়া তালিকা চূড়ান্ত করতে হবে।
এর আগে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি নির্দেশ দেন এপ্রিলের মধ্যে সমস্ত বকেয়া কাজ শেষ করে ফেলতে হবে। ২৬ তারিখ মুখ্যমন্ত্রী একটি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী ও সচিবরা থাকবেন। বকেয়া কাজ নিয়ে আলোচনা হবে বৈঠকে। কতটা বাকি? কেন বাকি? তা পর্যালোচনা করা হবে।
মে দ্বিতীয় সপ্তাহেই কি পঞ্চায়েত ভোট?
সব স্তরের প্রস্তুতি দেখে মনে হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে পঞ্চায়েত ভোট হতে পারে। যদিও কমিশনের দিক থেকে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বুথে নিয়ে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল না নিয়ে কোনও আপত্তি থাকলে আগামী ১৭ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৫ এপ্রিলে মধ্যে অভিযোগের নিষ্পত্তি করে আগামী ২৮ এপ্রিলের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।
খবর অনলাইনে আরও পড়ুন
আজই ৪১-এ কলকাতার তাপমাত্রা? জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা