রাজ্যের অসংগঠিত নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের জন্য বড় সুখবর। এবার থেকে আর দপ্তরের দৌড়ঝাঁপ নয়, এক ক্লিকেই মিলবে পেনশনের সুবিধা। রাজ্য সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে চালু হচ্ছে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া। এর ফলে বহু দিনের পুরনো জটিলতা থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
এতদিন পর্যন্ত ‘বিল্ডিং অ্যান্ড আদার কন্সট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট ১৯৯৬’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম ২০১০’-এর আওতায় থাকা শ্রমিকদের হাতে হাতে আবেদন করতে হত। জেলাস্তর থেকে আবেদন পৌঁছাত কলকাতার সদর দপ্তরে। তারপর যাচাই প্রক্রিয়া শেষ করে পেনশন চালু হতে সময় লাগত ছয় থেকে আট মাস পর্যন্ত। নতুন অনলাইন ব্যবস্থায় সেই সময়সীমা কমে এক মাসে নেমে আসবে বলে জানানো হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়সের পরে এই শ্রমিকরা ন্যূনতম মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা পেনশন পেয়ে থাকেন। তবে পেনশন পাওয়ার জন্য অবশ্যই ৫৫ বছরের আগেই নিজেকে প্রকল্পে নথিভুক্ত করতে হয়। বর্তমানে প্রায় ৪৪ লক্ষ নির্মাণ ও পরিবহণ শ্রমিক রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তবে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ৫০০ জন শ্রমিক এই পেনশন পাচ্ছেন।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, যত আগে কোনও শ্রমিক নাম নথিভুক্ত করবেন, তাঁর পেনশনের অঙ্ক তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কেউ যদি ৪০ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখান, তবে তিনি ১৫৫০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। অন্যদিকে, ৫৪ বছর বয়সে নাম লেখালে পেনশন বাড়বে মাসিক ১০ টাকা করে।
এই অনলাইন পেনশন আবেদন পদ্ধতি চালু হলে শুধু সময় বাঁচবে না, সরকারি পরিষেবার স্বচ্ছতা এবং দক্ষতাও অনেকটাই বাড়বে বলে আশা প্রকাশ করেছে শ্রমদপ্তর।