দক্ষিণবঙ্গের আকাশে এখনও বজায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবার দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে কলকাতা-সহ একাধিক জেলায় হতে পারে অস্থায়ী ঝড়বৃষ্টি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তার জেরে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
২১ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অতি বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তার পরিমাণ খুবই সীমিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ সময়টা গরমের জন্য আদর্শ পরিবেশ তৈরি হতে চলেছে।
তবে গরম বাড়লেও স্বস্তির খবর এই যে, এখনই তাপপ্রবাহের কোনো সতর্কতা জারি করা হয়নি। এমনকি কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও ছাড়াবে না বলেই পূর্বাভাস। ফলে স্বস্তিকর একটি এপ্রিল পেতে চলেছে শহরবাসী। গত সাত বছরের তুলনায় এবারের এপ্রিল হতে পারে সবচেয়ে শীতল, বলছেন আবহাওয়াবিদেরা।
তবে পশ্চিমের জেলাগুলিতে— যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান— তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। পারদ ৩৯ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তা সত্ত্বেও, এখনও পর্যন্ত কোনও জেলায় তাপপ্রবাহের আশঙ্কা নেই।
৩০ এপ্রিলের পর দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে এখনও বজায় রয়েছে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ। পাহাড় ও ডুয়ার্সে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সমতল উত্তরবঙ্গে খুব বেশি গরম পড়ার সম্ভাবনা আপাতত নেই।
সারসংক্ষেপে আবহাওয়া আপডেট:
- আজ: দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ঝড়বৃষ্টি
- আগামীকাল থেকে ২৯ এপ্রিল: বৃষ্টি কমবে, গরম বাড়বে
- তাপপ্রবাহ: নেই কোনো সতর্কতা
- কলকাতায়: তাপমাত্রা ৩৬ ডিগ্রির মধ্যে
- পশ্চিমের জেলা: পারদ ৩৯-৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে
- ৩০ এপ্রিল থেকে: ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা
- উত্তরবঙ্গে: বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায়