Home খবর রাজ্য প্রাথমিক টেট-এর তারিখ ঘোষণা পর্ষদের, বিজ্ঞপ্তি শীঘ্রই

প্রাথমিক টেট-এর তারিখ ঘোষণা পর্ষদের, বিজ্ঞপ্তি শীঘ্রই

0

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বড়ো খবর! চলতি বছরে রাজ্যে ফের প্রাইমারি টেট কবে, বুধবার সেটাই জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা।

আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত হবে টেট পরীক্ষা। পর্ষদ সভাপতি জানিয়েছেন,বুধবার সন্ধ্যায় পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে টেটের দিন ঘোষণার বিজ্ঞপ্তি খবরের কাগজগুলিতে প্রকাশিত হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেট-এর রেজিস্ট্রেশন। এ বছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে ও পরীক্ষার্থী কপি তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁরা বিএড করেছেন, তাঁরা এ বছর টেটে বসতে পারবেন না। তবে ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা টেট দিতে পারবেন। তাছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর টেট পরীক্ষা হয়েছিল ১১ ডিসেম্বর। পাঁচ বছর পর ওই পরীক্ষা হয়েছিল। তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে। কথামতোই এ বছরেও ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ। তাঁর কথায়, “প্রতি বছর যদি দু’বার নিয়োগ করতে পারি, তাহলে আগামিদিনে সমস্যা হবে না। সরকারও সেটাই চাইছে”।

এ দিনের সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। তারপরই আমরা নিয়োগ করতে পারব”।

পর্ষদ সভাপতি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে আবেদন করার সময় শুরু হচ্ছে। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version