Home খবর রাজ্য শেষ দফার ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের

শেষ দফার ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের

শেষ দফার ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের

শনিবার, ১ জুন, শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্বে মূলত কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, দমদম, বারাসত, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে। ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে।

রেলসূত্রে জানা গেছে, আগামী ১ জুন ও ২ জুন স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেন বিশেষ করে ভোটকর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং মধ্যরাত পর্যন্ত চলবে। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ)এর উদ্দেশ্যে কিছু স্পেশাল এইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন। ভোট প্রচার শেষে কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানে বসবেন মোদী

নামখানা-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ডায়মন্ড হারবার-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ২ জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ক্যানিং-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ২ জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ভোটকর্মীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের অনুরোধে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version