Home খবর দেশ ভোট প্রচার শেষে কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানে বসবেন মোদী

ভোট প্রচার শেষে কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানে বসবেন মোদী

নরেন্দ্র মোদী
ধ্যানে নরেন্দ্র মোদী

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুই দিনের ধ্যানে বসবেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর অনুযায়ী, তিনি মূল ভূখণ্ডের অদূরে সেই শিলায় বসে ধ্যান করবেন, যেখানে স্বামী বিবেকানন্দ তিন দিন ধরে ধ্যান করেছিলেন। এই শিলাটি ‘ধ্যানমণ্ডপম’ নামে পরিচিত।

৩০ মে লোকসভা নির্বাচনের প্রচার শেষ হবে। এর পরপরই, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষেও মোদী আধ্যাত্মিক সফরে গিয়েছিলেন। ২০১৪ সালে তিনি কেদারনাথ এবং ২০১৯ সালে মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে গিয়েছিলেন।

স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে এসে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলনস্থলে একটি শিলায় তিন দিন ধ্যান করেছিলেন। হিন্দু ধর্মমতে, সেখানে পার্বতী শিবের জন্য তপস্যা করেছিলেন, এবং সেই শিলার উপর পার্বতীর পায়ের চিহ্ন রয়েছে বলে কথিত আছে। এবার সেই ধ্যনমণ্ডপম-এ ধ্যানে বসবেন মোদী।

আগামী ১ জুনের ভোটগ্রহণে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা এবং চণ্ডীগড়ের ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে। এই শেষ দফাতেই ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারণসীতে। ভোটগণনা হবে ৪ জুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version