নিম্নচাপ সরলেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। আজ, বুধবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। সেই প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায় চলতেই থাকবে।
আর পড়ুন: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ, কত দিন বৃষ্টি হবে